চুল পেকে যাওয়া বা চামড়া কুঁচকে যাওয়ার মতো পরিবর্তনগুলো মানুষের বয়স বৃদ্ধির বাহ্যিক চিহ্ন। কিন্তু আরও নিবিড় চিহ্নগুলো পাওয়া যায় শরীরের সূক্ষ্ম বিভিন্ন উপাদানের মধ্যে। মার্কিন বিজ্ঞানীরা সেগুলো পর্যবেক্ষণে এবার রাসায়নিক ‘ঘড়ি’ ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন। ডিএনএ রূপান্তরের মাধ্যমে এই ‘ঘড়ি’ বলে দিতে পারবে, কী কারণে মানবদেহের কিছু টিস্যু তুলনামূলক তাড়াতাড়ি বুড়িয়ে যায় এবং কিছু নির্দিষ্ট টিস্যু ক্যানসারে আক্রান্ত হয়। এই আক্রান্ত টিস্যুগুলোই সুস্থ টিস্যুর তুলনায় দ্রুত...

